বিজয় বার্তা ২৪ ডট কম
জেলার রূপগঞ্জে ভূলতা-গাউছিয়া এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে পাইরেসির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জামাদিসহ ২৩ জনকে আটক করেছে।
শনিবার দুপুরে আদমজী নগরীতে র্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় চলচ্চিত্র জগতের কয়েকজন শিল্পী ও গায়ক উপস্থিত ছিলেন।
র্যাব- ১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে ২৯টি মনিটর, ২৯টি সিপিও, একটি হার্ডডিস্কসহ বিপুল পরিমাণ নকল সিডি ও পেনড্রাইভ এবং পাইরেসি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।এ সময় অবৈধ ব্যবসায় জড়িত ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।