বিজয বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৩ নং ওয়ার্ড ও তারাবো দক্ষিনপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শিল্পী বেগম উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার মৃত আলী মর্তুজার স্ত্রী ও তারাবো দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে রিপন।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে শিল্পী বেগমকে ৩’শ ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ১৫৬হাজার ৯’শ ৬০ টাকা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করেন। অপরদিকে, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারাবো দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ ১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন ওরফের রিপনকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।