নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জের রূপগঞ্জে ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার দুপুরে কাঞ্চন এলাকা থেকে ধর্ষক পিয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পিয়ার আলী উপজেলার হাটাব টেকপাড়া এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ৩১ জানুয়ারী হাটাব টেকপাড়া এলাকায় ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার সময় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে লম্পট পিয়ার আলী শিশুটিকে ধর্ষন করে। শিশুটির ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে লম্পট পিয়ার আলী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে কাঞ্চন এলাকা থেকে ধর্ষক পিয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।###