বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের উপর হামলা, নির্যাতন, গুলি বর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার ৩ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় বক্তব্যে রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন, দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ, আরটিভির সাংবাদিক এস এম রুবেল মাহমুদ, দৈনিক সংবাদের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, নিউজ ২৪ এর সাংবাদিক আলম হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মো. আবু কাওছার মিঠু, দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, ডেমরা প্রেসক্লাবের মাহবুব মনি, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।
এ সকল ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।