বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে পণ্যবাহি ট্রাকের সাথে একটি প্রাইভেটকারের সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন যাত্রী। রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে (কাঞ্চণ-কুঁড়িল বিশ্ব রোড) একটি তেলের পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন এবং দুই যাত্রী আজাদ হোসেন ও রফিকুল ইসলাম। নিহত আলমগীর হোসেনের বাড়ি গাজীপুর জেলায়। আমজাদ হোসেনের বাড়ি রাজধানিরর খিলখেত এলাকায় ও রফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, রবিবার দিনগত রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে একটার সময় এশিয়ান হাইওয়ে সড়কে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকারের সাথে পেঁয়াজবাহি একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক ও দুই যাত্রী যাত্রী নিহত হন। আহত হন আরো এক যাত্রী। পরে স্থানীয়রা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।