নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রূপগঞ্জ উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকার মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় মিন্টু মিয়া (৪০) নামে অন্য ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারাব দক্ষিণপাড়া শবনব অয়েল মিলের নিজস্ব স্ট্যান্ডে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। অপর একটি ট্রাক দিয়ে বিকল হওয়া ট্রাকটিতে ধাক্কা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় হেলপার মিন্টু মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। মিন্টু মিয়া নওগাঁ সদর উপজেলার দোবাসি এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মাহবুবুল আলম জানান, ওই ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।