বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে তাছনুভা তামান্না নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। উপজেলার ভুলতা টেলাপাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতে গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
গৃহবধূর মামলার এজাহার থেকে জানা যায়, গত দুই বছর আগে ভুলতা ইউনিয়নের টেলাপাড়র এলাকার ইলিয়াছ হোসেনের ছেলে আল-আমিন শুভর সঙ্গে একই এলাকার মাওলানা মোঃ জয়নাল আবেদীনের মেয়ে তাছুনুভা তামান্নার বিয়ে হয়। গত বেশ কয়েকদিন ধরে যৌতুকলোভী স্বামী তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে। গৃহবধূ দাবীকৃত ৫ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দিতে অস্বীকার করে। এরপর থেকেই যৌতুকের টাকার জন্য আল-আমিন শুভ তার স্ত্রীকে নির্যাতন করে আসছে।
বুধবার রাতে গৃহবধূর স্বামীসহ তার পরিবারের লোকজন তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় রোববার রাতে গৃহবধূ তাছনুভা তামান্না রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করা হবে।