বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস কর্মীকে ধর্ষনের করে চেষ্টা করেছে লম্পট শওকত হোসেন। শনিবার রাতে উপজেলার রূপসী প্রধানবাড়ি শওকতের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লম্পটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শওকত হোসেন রূপসী প্রধান বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগী গার্মেন্টসকর্মী তার বৃদ্ধ মা ও তার ছোট ভাইকে নিয়ে রূপসী এলাকার শওকতের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। সে বরপা এলাকার অন্তিম গার্মেন্টসে হেলপার হিসাবে কাজ করে আসছে। প্রায় সময়ই লম্পট বাড়িওয়ালা শওকত তার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মীকে কুপ্রস্তাব দিতো এবং তার অফিসে একা তাকে দেখা করতে বলতো। সে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো। শনিবার রাতে লম্পট শওকত তার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় গার্মেন্টস কর্মীর ডাক চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। পরে গার্মেন্টস কর্মী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ শওকতকে গ্রেফতার করে।