বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি হত্যা মামলার পলাতক আসামী শমসের আলী (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত শমসের আলী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের হাসমত আলীর ছেলে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম জানান, গত ২৬ জুন ভোরে পশ্চিমগাঁও এলাকায় হাটতে বের হলে সন্ত্রাসীরা চাপাতি কুপিয়ে হত্যা করে বিউটি আক্তার কুট্রিকে। ওই মামলার ৩ নম্বর আসামী শমসের আলী। শমসের আলীর বিরুদ্ধে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রিসহ চারটি হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধেআরো ডজনখানেক মামলা রয়েছে। শমসের দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শমসেরকে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।