বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে তেতলাবো খালপাড় এলাকায় মেলামাইন কারখানার গণধর্ষিত হয়েছে এক শ্রমিক। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষিতার পিতা মামলা দায়ের করেন। মামলার পরপরই ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাসাবো এলাকার আইয়ুব আলী মাদবরের ছেলে হাসান মাদবর, ইব্রাহিম আলীর ছেলে শাহীন আলম ও নিরঞ্জন বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানায়, ধর্ষিতার পিতা মাসাবো এলাকার রতন মিয়ার বাড়িতে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে বসাবাস করে আসছে। তার মেয়ে স্থানীয় একটি মেলামাইন কারখানায় শ্রমিক হিসেবে চাকুরী করে। গত ১৬ আগষ্ট রাতে কর্মস্থলে যাওয়ার পথে তেতলাবো খালপাড় এলাকায় পৌছাঁলে মামুন, হাসান মাদবর, শাহীন আলম ও অর্জুন বিশ্বাস তার মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়।
পরে হাসান মাদবর, শাহীন আলম, অর্জুন বিশ্বাস ও মামুন তাকে গণধর্ষন করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষনকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে । ধর্ষনকারী মামুনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।