বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল পুবেরগাঁও এলাকার আবু সিদ্দিকের ছেলে।
ভোলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরেই ইয়াবা রাসেল পুবেরগাঁও, গুতুলিয়া, চারিতালুক, করাটিয়াসহ আশপাশের এলাকা গুলোতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতারে পুলিশ ব্যর্থ হয়। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুবেরগাঁও এলাকায় ইয়াবা বিক্রি করাকালে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা রাসেলকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।