বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে সড়কের পাশ থেকে এক ব্যক্তির উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় সনাক্ত হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পর্শি বৌরারটেক এলাকা থেকে ওই ব্যক্তির লাল উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, সকালে পর্শি বৌরারটেক এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।