বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জের জাবেদা টেক্সটাইল মিলের শিশু শ্রমিক সাগর বর্মনকে (১০) কমপ্রেসার মেশিনের সাহায্যে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৮ ই জুলাই) দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত এই চার জনকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় জেলা পুলিশ সুপার।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকার মো. লিটনের ছেলে রাকিব (১২), নরসিংদি কাজীকান্তি এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. সোহেল(১৩), কিশোরগঞ্জ গুজাইদা নামাপড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (১২) ও আটককৃত একজন শিশুকে স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে বলে জানা যায়।
মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. জসিম উদ্দিন ঘটনার সাথে জড়িত এই চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৫৩।
প্রসঙ্গত, নেত্রকোনা জেলার রাজিপুর এলাকার রতন বর্মণের ছেলে নিহত শিশু শ্রমিক সাগর বর্মনকে (১০) অজ্ঞাতনামা সহকর্মীগন কমপ্রেসার মেশিনের সাহায্যে শরীরের ভিতরে বাতাস ঢুকালে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে সাগর বর্মনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।