বিজয় বার্তা ২৪ ডট কম
“চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকুরি চাই। প্রধানমন্ত্রীর ঘোষনা বেকারত্ব থাকবে না” এই শ্লোগানকে সামনে রেখে অনির্দিষ্ট কালের জন্য র্কম-বিরতি পালনে নেমেছে উপজেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতির র্কমচারীরা। এসময় দাবী আদায়ে বিক্ষোভ মিছিল,অবস্থান র্কমসূচি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় অবরুদ্ধ করেন। গত কাল বৃহস্পতিবার সকাল ১১ টায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ।ঐক্য পরিষদের উদ্যেগের এ র্কমসূচি পালন করা হয়। সকাল ১১ টার দিকে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় অবরুদ্ধ করেন। এবং তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এসময় চাকুরী স্থায়ী করনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন। এর মধ্যে চাকুরী স্থায়ীকরণ, চাকুরী ছাটাঁই বন্ধ,অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকুরীচুত্যদের পুনঃবহালের দাবী জানানো হয়।এসময় বক্তারা বলেন,প্রকল্পের অধীনে শুধু মিটার রিডার পরে ১৫ হাজার লোক রয়েছে।প্রকল্পের নিয়ম অনুসারে নিদিষ্ট সময়ের পর সকলকে চাকুরীতে স্থায়ীকরনের নিয়ম থাকলেও জিএম-ডিজিএম তা মানছেন না। এদিকে চাকুরী স্থায়ী করন না করা হলে পরিবার পরিজন নিয়ে আমাদের পথে বসতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকুরী স্থায়ী করনের প্রয়োজনীয় উদ্যেগ নেয়া হয়। বক্তারা হুসিয়ারী দিয়ে বলেন,আমাদের দাবী আমাদের দাবী আদায়ের আগ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য র্কমবিরতি পালনের ঘোষনা দেন। এই উপজেলার প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় দুই শতাধিক র্কমচারী অংশ নেয়। অনতিবিলম্বে তাদের র্কমসূচি বস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলেও তারা জানান।