বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ মে) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের লালমাটিয়া ২১ নং সেক্টর এলাকার বাইপাস সড়কের পাশ থেকে ও তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার রাস্তার পাশের নির্জন স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মানরুজ্জামান জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের লালমাটিয়া এলাকার এশিয়ান বাইপাসের পাশে অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের কয়েক স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অপরদিকে, বিকালে তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় নির্জন স্থানে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের লাশ দুটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।