বিজয় বার্তা ২৪ ডট কম
রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু’র উপর শিবিরের একটি বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে।
বৃহষ্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ১০/১২ জনের বহিরাগত শিবির বাহিনী ৪ টি মোটরসাইকেল যোগে তপুর উপর এই হামলা চালায়।
ঘটনার আকস্মিকতায় তিনি নিজে একা শিবিরের আক্রমণের জবাব দেন। এসময় তিনি শিবিরের হামলায় আহত হন।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল সহ একজনকে ধরতে সক্ষম হয় এবং পুলিশের কাছে সোর্পদ করেন।
এদিকে শিবিরের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রুয়েট শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।