বিজয় বার্তা ২৪ ডট কম
রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ২৮ অক্টোবর ২০১৭ তারিখ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর ঢাকার গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।সকাল ১১টা ৩০ মিনিটে খালেদা জিয়া নারায়ণগঞ্জে সাইনবোর্ড অতিক্রম করেন, তখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে বিপুল সংখ্যাক নেতাকর্মী খালেদা জিয়া, তারেক জিয়ার ফেস্টুন, প্লে- কাড নিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা দেন।সেই সময় উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাধারন সম্পাদক লুৎফর রহমান খোকা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার, বিএনপির নেতা আনোয়ার মাষ্টার, এজাজ আহমেদ, যুবদল নেতা সেলিমুজ্জামান সেলিম, মুসলিম আহমেদ, মোঃ জামান, মোঃ অহিদ প্রমুখ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া সড়কপথে ৪ দিনের সফরে বের হয়েছেন, পথিমধ্যে তিনি আজ দুপুরে ফেনি সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীকাল ২৯ অক্টোবর তিনি কক্সবাজার পৌছবেন এবং ৩০ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া, বালুখালী, বোয়ালমারা এবং জামতলী এলাকায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে অবস্থানরতদের পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ৩১ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।