বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- তানসেন মিয়া, হাসান মিয়া, সোহাগ হোসেন, শাহীদুল, ছাব্বির মিয়া ও আকরাম।
শুক্রবার ভোরে ঐ উপজেলার তারাব পৌরসভার কাঞ্চন-রূপসী সড়কের রূপসী শওকত মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
রূপগঞ্জ থানার এসআই মিরাজ আহমেদ জানান, রূপসী শওকত মার্কেটের সামনে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযানে দুইজন ডাকাত পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।