বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ৫০০ পিছ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিষয়টি সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সোহাগ মিয়া (২৩) নারায়ণগঞ্জের রুপগঞ্জের মুড়াপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে, তরিকুল ইসলাম (২৫), একই জেলার রুপসী এলাকার মোঃ কামরুজ্জামানের ছেলে ও মোঃ মামুন মিয়া (২৪) মাছিমপুর এলাকার মোঃ আরজু মিয়ার ছেলে।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রুপগঞ্জ থানাধীন গঙ্গানগর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে একটি র্যাব-১১ একটি দল। এসময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহাগ, তরিকুল ও মামুন নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ টাকা ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় এই কর্মকর্ত।