বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ অবৈধ ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য অধিদফতর। এ সময় আরো দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সঠিক কাগজপত্র দেখানোর জন্য সময় দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বেলদী, রূপগঞ্জ ও ভুলতা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা এসব ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল আহমেদ, ডা. মশিউর রহমানসহ রূপগঞ্জ থানা পুলিশের একটি দল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, এ উপজেলার অনুমোদনহীন ৮টি অবৈধ ডায়াগনেস্টিক রয়েছে। যাদের কোনো প্রকার কাগজপত্র নেই বলে আমাদের কাছে অভিযোগ ছিল। জেলা সিভিল সার্জনের নির্দেশে মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার বেলদী এলাকার বেলদী ডায়াগনস্টিক সেন্টার, নিউ মর্ডান হেলথ কেয়ার সেন্টার, ভুলতা এলাকার ইডেন লাইফ কেয়ার হসপিটাল, গাউছিয়া ডায়াবেটিকস সেন্টার বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে তাদের যাবতীয় কাগজপত্র দেখানোর জন্য ৭ দিন ও মায়ের ছায়া ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালকে ২ দিনের সময় দেওয়া হয়।