বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল পরিচয় পত্র প্রস্তুতকারী ৩ প্রতারককে আটক করেছে র্যব। এ সময় তাদের কাছ থেকে জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রোববার রাতে উপজেলার ভুলতা তাঁত বাজার মার্কেট থেকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র ভুলতা তাঁত বাজার মার্কেটে জাল পরিচয় পত্র তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯ টারদিকে র্যাব-১১ এর একটি দল তাঁত বাজার মার্কেটের আদর্শ সার্জিক্যাল, শাকিব কম্পিউটার অ্যান্ড প্রিটিং ও মা কম্পিউটারে অভিযান চালায়। এ সময় জাল সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার মেশিন, ৩টি হার্ডডিক্স, ৩টি নকল এনআইডি কার্ড ও৪টি ভুয়া সিলসহ প্রতারক ইমদাদুল হক, ফারুক মিয়া ও পারভেজকে আটক করে।