বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা বাজার এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকানে অবৈধভাবে চাঁদাবাজির সময় ৩ জন গ্রেফতার করেছে র্যাব-১১।
বিকেলে থানাধীন ভুলতা বাজার এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়া থানার চাকদো গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪২), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার উদনপাড়া গ্রামের আমির হোসেন ছেলে মোঃ হৃদয় হোসেন (২৪) ও নরসিংদী জেলার মাধবদী থানার পুলাইট গ্রামের মৃত আলী আহম্মদ’র ছেলে মোঃ জহিরুল ইসলাম।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১০,৫৫০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান. প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২০০/- থেকে ৩০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।