নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম খোরশেদ আলম (৪৫)। তার বাড়ি রূপগঞ্জের চনপাড়ায়। তিনি পেশায় হকার ছিলেন। রবিবার রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা খোরশেদ আলমকে কুপিয়ে হত্যা করেছে।
সোমবার ভোরে খোরশেদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন।