বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস চাপায় নুরুল আমিন (৫২) নামে এক গার্মেন্টস কর্মচারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত নুরুল আমিন রাজধানীর ডেমরা এলাকার মৃত মুসলিম বেপারীর ছেলে। তিনি উপজেলার আউখাব এলাকার পদœা টেক্সটাইলের কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, বাসা থেকে কর্মস্থল পদœা টেক্সটাইলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় যাতায়াত পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাস আটক করলেও চালক-হেলপার পলাতক রয়েছে।