বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির শীর্ষ স্থানীয় নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাদেক হোসেন খোকার রপগঞ্জের ৫০.৮৯ একর জমি বাজেয়াপ্ত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এবং তেৎলাব মৌজার এ জমি সরকারের দখল, নিয়ন্ত্রণ ও হেফাজতে নেওয়ার জন্য গত ২০ আগস্ট দুদকের করা মামলায় বিশেষ আদালত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে এ নির্দেশ প্রদান করেন। আদালত বাজেয়াপ্ত জমির মূল্য ৮ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫০.৮৯ একর জমি ইতিমধ্যে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খাসজমি হিসেবে রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, নিয়ম অনুযায়ী এ জমির দখল নিয়ে লাল পতাকা এবং সাইনবোর্ড লাগানো হয়েছে।