বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর “শিশু ধর্ষণের পর হত্যা” মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ নাজিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা জেলার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী “ মোঃ নাজিম উদ্দিন (৪৬) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের বিরাব এলাকার বাসিন্দ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম।
মুনিরুল আলম জানান, ২০০৬ সালের ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় । পরে শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জানুয়ারী ভিকটিমের মা ছালেহা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।পরবর্তীতে ২০২৩ সালের ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী মোঃ নাজিম উদ্দিন (৪৬) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।
মুনিরুল আলম আরো জানান, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা তেকে আসামীকে গ্রেপ্তার করা হয়।
মামলার ঘটনারদিন অর্থাৎ ২০০৬ সালের ১৩ জানুয়ারি আসামী মোঃ নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ্বাসরোধে হত্যা করে । ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।