বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সানজিদা আক্তার ওই উপজেলার ভুলতা ইউপির হাটাব দক্ষিণপাড়ার বিল্লাল হোসেনের মেয়ে। সে স্থানীয় উদয়ন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
সানজিদার বাবা বিল্লাল হোসেন বলেন, সানজিদা জামা আমার কাছে চেয়েছিলো। আমি গাউছিয়া মার্কেট থেকে জামা কিনে বাড়ি এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তখন জানালা দিয়ে আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
বিল্লাল হোসেন আরো বলেন, আমার ভাই নুরুল হক, আয়নাল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।
রূপগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় রাতেই আয়নাল হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।