বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নাজিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। ইলিয়াছ ও শাহ আলম নামে দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নাজিমউদ্দিন রায় শোনানীর সময় অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হকের আদালতে এই রায় দেওয়া হয়।।
ঘটনার বিবরণে আসাদুজ্জামান জানান, ২০০৬ সালের ১৩ জানুয়ারী নারায়ণগঞ্জের রুপগঞ্জের বিরাব বাজার এলাকায় ১০ বছরের ভুক্তভোগী শিশু তৈরি করা পোশাক আনার জন্য ট্রেইলার যাওয়ার সময় নিখোঁজ হয়। পরের দিন ১৪ জানুয়ারী বিরাব এলাকার বাশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আসাদুজ্জামান আরো জানান, আদালতে মামলা শোনানীতে এই পর্যন্ত ২১ জনের স্বাক্ষগ্রহনের ভিত্তিতে একজনের মৃত্যুদন্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত। রায় শোনানীতে বেকসুর খালাস প্রাপ্ত ইলিয়াছ ও শাহ আলম উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত নাজিম উদ্দিন শোনানীতে অনুপস্থিতিতে ছিলেন। যার কারনে তার অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়।