নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে র্যাব-১১’র অভিযানে ৩’শ ৫৯ ক্যান বিয়ার ও ১টি প্রাইভেট কার উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র একটি আভিযানিক দল এএসপি মোঃ আলমগীর হোসেন, পিপিএম এর নেতৃত্বে জেলার রূপগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের বরাবো বাসষ্ট্যান্ড সংলগ্ন “সোহেল ষ্টোর” নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১৯-৪১৮১) অবস্থানরত মাদক ব্যবসায়ী সোহেল (২৪) ও রাহাত তানভীর ওবায়দুল্লাহ (২২) দেরকে এসব মাদক দ্রব্য ও প্রাইভেট কার উদ্ধারসহ গ্রেফতার করে। এসময় র্যাব তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫’শ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ধৃত সোহেল কুমিল্লা জেলার চান্দিনা থানার বাগুচী এলাকার মো: আশিকুর রহমানের ছেলে ও রাহাত তানভীর ওবায়দুল¬াহ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাগবের এলাকার আ: লতিফের ছেলে উভয়ে ডিএমপি ঢাকার পল্লবী থানার সেকশন-৭ রোড নং-২ এর ৪৫/এ তোফায়েলের বাড়ীর ভাড়াটিয়া।
একই দিন দুপুরে কোম্পানী অধিনায়কের পক্ষে সিপিএসসি স্কোয়াড কমান্ডার এএসপিমোঃ আলমগীর হোসেন, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামীরা প্রাইভেট কারটিতে প্রেস স্টিকার লাগিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। র্যাব-১১ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি নজরদারীতে রেখে বিয়ারসহ অবস্থান নিশ্চিত হয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।