বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্যে সোলাইমান নামে এক যুবককে ইট দিয়ে মাথা থেতলে ও কুপিয়ে হত্যায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সকালে নিহত সোলাইমানের ছোট ভাই রাজীব মিয়া মামলাটি করেছেন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গর্ন্ধবপুরের আব্দুল মান্নানের ছেলে শাহবাজ, জয়নালের ছেলে ফজলুল হক ও মাছিমপুরের ছানু মিয়ার ছেলে আক্তার হোসেন।
জানা গেছে, সোলেইমান মুড়াপাড়া ইউনিয়নের নাসিংগল এলাকায় নিজের মাছের খামারে কাজ করছিলেন। ওই সময় চেয়ারম্যান আলমাছের লোকজন তাকে ব্যবসায়িক চুক্তি করার জন্য গন্ধর্বপুর নামাপাড়ায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে শত শত লোকের সামনে তারা সোলাইমানকে কুড়াল দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে। ওই ঘটনায় নিহতের ভাই রাজিব মিয়া মামলা করলে পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, যুবলীগ নেতা শওকত ও ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রুবেলসহ আরো ছয়জনকে হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে সোলাইমান হত্যা মামলার প্রধান আসামি তোফায়েল আহমেদ আলমাছ।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সোলাইমান হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।