বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে নাবিল প্রধান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ জানুয়ারি সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নাবিল প্রধান উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাচ্চু প্রধানের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, টঙ্গীরঘাট এলাকায় নাবিল প্রধান নামে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাবিল প্রধানের বাবা বাচ্চু প্রধান জানান, সোমবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি নাবিল।