বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে স্বপন মিয়া নামে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় ঘটে এ ঘটনা।
মৃত স্বপন কলাতলী এলাকার কাফি মিয়ার ছেলে ও স্থানীয় কালাদী সাহাজউদ্দিন দারুল উলুম ফাজিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদরাসা শিক্ষার্থী স্বপন মিয়া তার মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক সেবন করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, কীটনাশক সেবনে শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।