বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের রূপগঞ্জে সলিমউদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন দেওয়ান হত্যায় আসামীদের দ্রুত গ্রেফতারও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে উপজেলার কাঞ্চন সেতুর পাশে মিছিল ও মানববন্ধন করে তারা। এসময় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের নিহতের বোন আমেনা আক্তার জানান, গত মঙ্গলবার পারিবারিক বিরোধের জের ধরে পিতলগঞ্জ এলাকার প্রতিপক্ষের লোকজন মামুনকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মামুন মারা যায়। ঘটনার ৪দিনেও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আাসামীদের দ্রুত গ্রেফতারও সুষ্ঠু বিচারের জন্য সরকার ও প্রশাসনে প্রতি আহবান জানান নিহতের স্বজন ও এলাকাবাসি।