বিজয় বার্তা ২৪ ডট কম
২৯ মার্চ শুক্রবার রাতে বালু নদে নিখোঁজ হওয়ার দুদিন পর ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের ডুবরী দল। রোববার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ গাড়িতে থাকা দুই নারীকে আটক করেছে। ব্যবসায়ী নিহতের ঘটনায় ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।
নিহতের স্ত্রীর থানায় দেওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ শুক্রবার দুপুরে ‘জিরোভেপ’ প্রতিষ্ঠানের মালিক মাহাবুব হাসান ওরফে জুয়েল তার ব্যবহৃত জীপ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-১৭-১৪৬৮) নিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে সে নিখোঁজ হয়। ঐ রাতেই ব্যবসায়ি মাহাবুব হাসান, তার নিকটতম শাহিদা আক্তার দোলা ও জাকিয়া সুলতানা নামে দুই নারীসহ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদে পড়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের ডুবরী দল দুই নারীকে উদ্ধার করে। বহু খোঁজাখুজির পরও ব্যবসায়ির লাশ উদ্ধার করতে পারেনি। নিখোঁজের দুদিন পর রোববার বিকালে বালু নদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শারফিন আফরোজ ঐ দুই নারীসহ আবিদ হাসান, আহমেদ ইমতিয়াজ খান ও আসিফ কাদেরকে আসামী করে মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ঘটনায় তার স্ত্রী মামলা দায়ের করেছে। দুই নারী আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বিষয়টা একটু ঘোলাটে মনে হচ্ছে। তাই অতি যতœসহকারে মামলাটির তদন্তকাজ চলছে। ###