বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় করা মামলায় রবিউল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুর কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল রুপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণ নাগেরবাগ গ্রামের হানিফ মিয়ার ছেলে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর।
তিনি বলেন, গত ১০ অক্টোবর রাতে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় জোরপূর্বক ঢুকে বৃদ্ধাকে ধর্ষণ করেন রবিউল। এ ঘটনায় ওইদিন রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ওই বৃদ্ধা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ কথা স্বীকার করেছেন রবিউল। পরবর্তীতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।