বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- ভুলতার আবুল হাসেমের ছেলে মাহমুদুল হাসান রানা, শরিয়তপুরের গোসাইরহাটের আবদুল মান্নানের ছেলে জাহিদ হাসান। সোমবার রাতে তারাব পৌরসভা থেকে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার বড়পা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় ১৪ বোতল বিদেশি মদ, ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এডিশনাল এসপি জসিম আরো বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুইজন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক বেচাকেনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।