বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা আহত হয়েছেন।
সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাঞ্চন পৌরসভা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ও থানা আওয়ামী লীগের সদস্য এমায়েত হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হামলায় অংশ নিয়েছে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারনে একপক্ষ অপরপক্ষের বাড়িঘর ভাঙচুর করেছে।
হামলায় আহতরা হলেন যুবদল নেতা আলী হোসেন, আব্দুল মতিন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা৷ তাদের মধ্যে আলী হোসেনের পা কুপিয়ে যখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, সোমবার বিকেল চারটায় কাঞ্চন পৌরসভা বাজারে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচিকে কেন্দ্র করে বেলা ১১ টা থেকেই আওয়ামী লীগের লোকজন মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্রসহ বাজার এলাকায় মহড়া দিতে থাকে। এক পর্যায়ে দুপুর ১২ টায় তারা বাজারের তিনজন বিএনপি সমর্থকের দোকানে তালা লাগিয়ে দেয়। ঘটনার প্রতিবাদ করলে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানাকে মারধর করে। পরে কাঞ্চন পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিকুল ইসলামের ব্যক্তিগত কার্যালয় ও বাড়িঘরে ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও পৌরসভা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান ও কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবুল বাশার ওরফে বাদশার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও তিনি জানান।
দুপুর আড়াইটায় মফিকুলের বাড়িতে যাওয়ার পথে তার বাড়ির সামনের সড়কে রক্ত দেখা গেছে। পরে তার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির দোতলার পুরোটাজুড়ে বিভিন্ন আসবাবপত্র ও ভাঙ্গা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে। বাড়ির নারীআও শিশুরা কক্ষগুলোতে তালা লাগিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে।