রুবেল শিকদার,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কমিটির আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, তারাব পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরল ইসলাম ভূইয়া, কাউন্সিলর আশরাফুল ইসলাম, আছমা বেগম,লায়লা পারভিন, হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর লাল ঘোষ,ডাঃহানিফ সাউদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূইয়া, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল গাফ্ফার রাছেল, শাহাদাৎ হোসেন লিথেন, আসফাক ভূইয়া, আফরোজা সুলতানা, মাহফুজা আক্তারসহ অনেকে।