বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লতারটেক এলাকার সবুজ মিয়া, হাটাবো এলাকার সোলায়মান, সুলপিনা এলাকার শাহজাহান, সাওঘাট এলাকার মোশারফ হোসেন রঞ্জু, পুর্বগ্রাম এলাকার মাইয়ুন, গন্ধর্বপুর এলাকার হেলেনা, পাঁচাইখা এলাকার ইমন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের বিষেশ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই সাত জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সবুজ মিয়াকে ৩০ পিছ ইয়াবা, সোলায়মান মিয়াকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেসহ ও বাকিদের মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।