বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও ১৫০০ হেরোইনসহ সন্ত্রাসী রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতারকৃত রায়হান ঐ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামি।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রূপগঞ্জ চনপাড়া হচ্ছে ক্রাইমজোন এলাকা। এখানে ১ লাখ লোকের বসবাস। অপরাধী হচ্ছে ৮০-১০০ জন। তারা ১ লাখ মানুষ জিম্মি করে রেখেছে। এর মধ্যে দুটি গ্রুপ। একটি জয়নাল অপরটি হচ্ছে রায়হানের। তারাই অশান্তি করে রেখেছে চনপাড়াকে। আর অশান্তি করতে দেওয়া যাবে না। রায়হানকে একটি বিদেশি পিস্তল ও ১৫০০ হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায়শই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে, উক্ত গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে।