রূপগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো- বেলদি এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০), মাসিকুর রহমানের ছেলে মাকসুদা (৭) ও মারিয়া (৯)। তারা ৩ জনই বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বিকেলে বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি পুকুরে একদল শিশু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়। বিকেল ৫টার দিকে ওই তিন শিশুর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে।