বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,গত ৩০ এপ্রিল কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসে একই উপজেলার চারিতাল্লুক এলাকার কবির হোসেনের সাড়ে ছয় বছরের শিশুপুত্র জিসান। এদিকে একই বয়সী তার মামাতো ভাই পানাউল্লাহর ছেলে তুরাগও ফুপাতো ভাইকে পেয়ে খেলায় মেতে উঠে। খেলতে গিয়ে তুরাগ ও জিসান ৩০ এপ্রিল বিকেলে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে তাদের না পেয়ে দিশাহারা হয়ে পরেন। এদিকে রাতে এই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। পরে নিহতদের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে।