বিজয় বার্তা ২৪ ডট কম
রুপগঞ্জে শিশু শ্রমিক সাগর বর্মন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, সংগঠনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবু বকর আহাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি শেখ হাসান আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানার সহ সভাপতি মো. ইদিস আলী, বন্দর থানার সহ সভাপতি মো. জালাল উদ্দিন প্রমুখ ।
এ সময়ে বক্তাগন বলেন, ইসলামী শাসনতন্ত্র শ্রমিক আন্দোলন এদেশে নিরহ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নির্যাতনের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম করি। শ্রমিক আন্দোলন জ্বালাও পুড়াও রাজনীতি বিশ্বাস করে না। রুপগঞ্জে জোবেদা টেক্সটাইলে শিশু শ্রমিক সাগর বর্মনকে পায়ুপথে কমপ্রেসার মেশিনের সাহায্যে শরীরের ভিতরে বাতাস ঢুকিয়ে শিশুটিকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের অবিলম্বে দ্রুত আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মালিক পক্ষ থেকে ২০ লক্ষ টাকা দেওয়ার জুড়ালো দাবী করছি। বাংলাদেশের প্রতিটি শিশু শ্রমিককে শিশু নির্যাতনের হাত থেকে রক্ষা করে তাদেরকে লেখা পড়ার ব্যবস্থা করতে হবে সরকারকে।
তারা আরো বলেন, দেশের বন্যা পরিস্থিতি অনেকটাই বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর বঙ্গের লাখ লাখ মানুষ আজ পানি বন্ধি। সকল বাংলাদেশের ভিত্ত মান ব্যক্তি বর্গদের অনুরোধ করছি তাদের পাশে এসে সাহায্য সহযোগিতা করার জন্য।