বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির মালামাল উদ্ধার করতে গিয়ে শিল্প পুলিশ দুই রাউন্ড গুলিভর্তি রাইফেলসহ উদ্ধার করেছে। ৪ এপ্রিল বুধবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতের জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইউসুফ আহমেদ শাওন উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক এমদাদুল ইসলামের থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারী দক্ষিণ রূপসীর স্কাইভিউ পলিমার ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা প্রহরিকে বেঁধে রেখে প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। ঘটনায় দু’দিন পর রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে, বুধবার রাতে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুত মিশের নেতৃত্বে একটি দল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইউসুফ আহমেদ শাওনকে আটক করে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে তার জবানবন্দির ভিত্তিতে তার কাজীপাড়ার বাড়িতে অভিযান চালায়।
এসময় খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো রাইফেল ও দুই রাইন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।