বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল্যাহ আল মামুনের (৩৫)। ফেনীর গজারিয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি রাজধানীর দক্ষিনখানের কাউলা বাজার এলাকার ভাড়া থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা স্বজনরা জানায়, বেশ কিছুদিন ধরর অসুস্থ ছিলেন, শিক্ষক আবদুল্যাহ আল মামুন। গতকাল বিকেলে ঢাকার বাসা থেকে বের হন তিনি। রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে স্থানীয় লাশ থেকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যেতে বের বাসা থেকে বের মামুন। এরপর বেলা ১২ টার দিকে তার সাথে সব শেষ কথা হয়। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাতে বাড়িতে ফিরে না আসায় আশেপাশে অনেক খুঁজাখুঁজি করে না পাওয়া দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সকালে পুলিশ পূর্বাচল থেকে মামুনের লাশ উদ্ধার করেছে।
রূপগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার আবির হোসেন জানান, অসুস্থতার কারণে তিনি মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিলেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে৷ এ ঘটনায় পুলিশি তদন্ত চলমান রয়েছে।