বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির পর আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও ট্রাক জব্দ করা হয়। সেই সাথে ডাকাতি হওয়া ১৯ টি গরু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন এসপি গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, তোফা মীর শাওন(৩৩), নাদিম হাসান আনিস(৩০), জুয়েল(২৯), কাউছার(৩০), ফরহাদ (২৬), মোজাম্মেল(২৬)।
এর আগে গত সোমবার (৬ মার্চ) ভোরে রুপগঞ্জ উপজেলার কর্নগোপ ও ঢাকার ডেমরা থানাধীন
সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল সোমবার ভোরে রূপগঞ্জের গোলাকান্দাইলের এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের পাশে ৭/৮ জনের ১টি ডাকাতদল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুর থেকে কুমিল্লাগামী ১টি গরু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৮৫৫১) গতিরোধ করে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের সেখান থেকে হাত পা বেধে গরুর ট্রাক ও ১৯টি গরুসহ ডাকাতি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, এই বিষয়ে ভূক্তভোগী গরু ব্যবসায়ী জমির হোসেন এর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রথমে তোফা মীর শাওন ও নাদিম হাসান আনিসকে পিস্তলসহ গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মতে লুষ্ঠিত ট্রাক উদ্ধার ও ঘটনায় জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।
জানাগেছে, গ্রেফতারকৃত আসামিরা রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিলেন। তাদের মূল টার্গেট গরুর ট্রাক, মালবাহী ট্রাক, বিদেশ ফেরত যাত্রীদের হেফাজতে থাকা মূল্যবান স্বর্নলংকারসহ নগদ টাকা ও মালামাল লুণ্ঠন করা।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।