বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসী মোড় এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মে) রাতে রুপসী মোড় এলাকার গাজী টায়ার ফাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, গাড়ির ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আবারও ধোঁয়া বের হতে থাকলে আমরা পুনরায় ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে মালামাল বের করে গাড়িটি খালি করে দেই৷
তিনি আরো বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালক পালিয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।