বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে কারখানায় থাকা কাপড়, সুতা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে ঐ উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। এতে বড় অংকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কাঞ্চন উত্তর বাজারের তোফায়েল আহাম্মদের মালিকানাধীন চাঁদর তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ও পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরের সবকিছু পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশে ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।