বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়নুর মিয়া (২২) নামে এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ব্রাক্ষণগাও এলাকার নিজ বাড়ি থেকে ওই মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়। জয়নুর মিয়া ওই এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন জানান, জয়নুর মিয়া একজন মাদকসেবী। প্রতিদিন মাদকসেবন করে বাড়িতে ফেরে। মঙ্গলবার সকালে নিজ ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নুর মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।