বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার হারুন মিয়ার ছেলে ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, রাতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাকিবের উপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে হত্যা করে khuপালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনার পর বিক্ষুব্ধরা প্রতিপক্ষের বাড়িতে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।